নাটোরের নলডাঙ্গায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় নলডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদসহ বীর মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান ও থানার ওসি সাকিউল আযম।






