রাজশাহীতে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিনু

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর বিএনপির নেতারা। এ সময় দলটির নেতারা জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং জনগণ ভোট দিতে আগ্রহী।
বেলা ১২টার দিকে মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান। সেখানে জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনোয়নপত্র উত্তোলন করেছি। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যেকোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে, এ নির্বাচনকে বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দ্রুত সব সন্ত্রাসী ও তাদের অর্থদাতাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে নির্বাচনী প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আমরা আশাকরি সামনের নির্বাচন উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ সতস্পূর্তভাবে ভোট দিবে।
তিনি বলেন, আমরা মনে করি এ নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোন সমস্যা ঘটাতে পারবে না। আর তারা যদি কোনো সমস্যা সৃষ্টি করে জনগণকে নিয়ে বিএনপি তাদের রুখে দিবে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, সিটি করপোরেশন নিয়ে গঠিত রাজশাহী-২ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। আর ভোট কেন্দ্র ১১৫টি। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন ও প্রশাসনের কর্মকর্তাদের বিভাগীয় পর্যায়ের বৈঠক রয়েছে। ওই বৈঠকের পর আইনশৃংখলা ও আচারণ বিধি নিয়ে কার্যক্রম জোরালো করা হবে।






