চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র-গুলি ফেলে পালাল দুর্বৃত্তরা

মোটরসাইকেল ফেলে পালায় সন্দেহভাজন দুই অস্ত্র পাচারকারী। সীমান্তে বিশেষ নজরদারি, চেকপোস্ট ও টহল জোরদার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযানে বিদেশি অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান আরও বলেন, রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর আজমতপুর বিওপির সদস্যরা রোববার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ৭২০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। এসব মাদক সীমান্তের মেইন পিলার নম্বর ১৮২ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক সময়ে ফেন্সিডিলের বিকল্প হিসেবে নতুন নতুন নেশাজাতীয় ট্যাবলেট সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছে। সব ধরনের মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।