ফরিদপুর-৪: নিক্সনের হাটট্রিক

দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথনামায় স্বাক্ষর করছেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ছবি: সংগৃহীত

টুইট ডেস্ক: জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহকে হারিয়ে নির্বাচিত হয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দেশের নির্বাচনের ইতিহাসে তিনিই একমাত্র স্বতন্ত্র প্রার্থী যিনি দশম, একাদশ ও দ্বাদশ-টানা তিন জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সেই ধারাবাহিকতায় আজ বুধবার তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন তিনি।

ফরিদপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। গত ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আগামী ৫ বছরের জন্যও একই পদে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৪ সালে আনারস প্রতীক নিয়ে প্রথমবার জাফরউল্লাহকে ২৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। এরপর ২০১৮ সালের নির্বাচনে লড়েন সিংহ প্রতীকে। সেবারও প্রতিদ্বন্দ্বী জাফরউল্লাহই। এ নির্বাচনে ৪৮ হাজার ভোটে দ্বিতীয়বারের মতো জয় পান নিক্সন চৌধুরী। আর সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী জাফরউল্লাহকে ২৪ হাজার ভোটে হারিয়ে হ্যাটট্রিক করলেন নিক্সন।

মজিবুর রহমান চৌধুরী নিক্সন

এ বিজয়ের পরপরই প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী বলেন, আজকের এ বিজয় উন্নয়নের বিজয়। ফরিদপুর-৪ আসনের জনগণের পক্ষ হতে এই বিজয়কে মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলাম।

`টানা তিন নির্বাচনে বিজয়ের পর জয়সূচক ভঙ্গিতে নিক্সন চৌধুরী তিনি আরও বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের) জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ২৪ হাজার ভোটের ব্যবধানে বিজয় করেছে।’

এ বিজয় নৌকার বিপক্ষের বিজয় নয়। এ বিজয় জনগণের উন্নয়ন ও মূল্যায়নের বিজয়। আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।