জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপান সময় রাত ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিট) মহাসাগরে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি ২০১১ সালের মহাভূমিকম্পের (৯.০) পর সাম্প্রতিককালের সবচেয়ে শক্তিশালী কম্পন।
বিশ্ব ডেস্ক: জাপানের উত্তর-পূর্ব উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের এপিসেন্টার ছিল আওমোরি প্রদেশের হাচিনোহে শহর থেকে মাত্র ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে, গভীরতা ৫০-৫৩ কিলোমিটার।
জাপানের নিজস্ব শিন্ডো স্কেলে হাচিনোহে ও মুতসু-শিমোকিতা এলাকায় তীব্রতা ছিল উচ্চ ৬। টোকিওতেও ৩০ সেকেন্ডের বেশি কাঁপুনি অনুভূত হয়।
ভূমিকম্পের পরপরই জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (JMA) ৩ মিটার পর্যন্ত উঁচু সুনামির সতর্কতা জারি করে আওমোরি, ইওয়াতে ও হোকাইডোর উপকূলে।
ইতোমধ্যে প্রথম সুনামি তরঙ্গ পৌঁছেছে। মুতসু-ওগাওয়ারা বন্দরে ৫০ সেমি এবং উরাওয়াকা বন্দরে ৪০ সেমি উঁচু তরঙ্গ রেকর্ড করা হয়েছে।
প্রায় ৯০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলীয় সব নিচু জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তোহোকু শিনকানসেনসহ সব হাই-স্পিড ট্রেন চলাচল বন্ধ। হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। হাচিনোহের একটি হোটেলে কয়েকজন সামান্য আহত হয়েছেন।
ফুকুশিমা দাইইচি, দাইনি ও হিগাশিদোরি পারমাণবিক কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। রেডিয়েশন লেভেল স্বাভাবিক রয়েছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি বৈঠক ডেকেছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সব ধরনের উদ্ধার ও সাহায্য কার্যক্রম চলছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ৬ মাত্রার বেশি আফটারশক হতে পারে। সুনামি সতর্কতা এখনো বহাল রয়েছে।






