রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নভেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।
সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নভেম্বর মাসের অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ, গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়।
পুলিশ কমিশনার ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, চাঁদাবাজি দমন এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন—এসব ক্ষেত্রে আরও কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেন।
এছাড়া নভেম্বর-২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিভিন্ন পদমর্যাদার ৪০ জন পুলিশ সদস্যকে সনদপত্র ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (চলিত দায়িত্বে) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি।






