পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: মজিবর রহমানের আহ্বান – ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতি সতর্কবার্তা।
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানের মুসাফির পার্কস্থ জেলা কার্যালয়ে উদযাপন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, সিএইচটি সম্প্রীতি জোটের আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কাজী মোঃ মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি, সার্বভৌমত্ব ও সমান সাংবিধানিক অধিকার রক্ষায় সচেতন হতে আহ্বান জানান।
অনুষ্ঠানে পাহাড়ের সাধারণ মানুষের ভূমি অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের অবদান তুলে ধরা হয়। সভার সমাপ্তি হয় শহীদদের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে।






