মাতৃভূমি রক্ষার দৃপ্ত শপথে সমাপ্ত নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ

৩১ নবীন মিডশিপম্যানের শপথ গ্রহণ, সেরা মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ ‘সোর্ড অব অনার’ অর্জন

টুইট ডেস্ক: বাংলাদেশ নেভাল একাডেমিতে রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হলো নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে মোট ৩১ জন মিডশিপম্যান, যার মধ্যে ২ জন নারী, আজ সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। কুচকাওয়াজ শেষে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ, এবং দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জন করে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন মিডশিপম্যান এস এম আবরার ওবাইদ।

পরবর্তীতে নবীন কর্মকর্তাগণ দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান শপথ গ্রহণ করেন এবং তাঁদের এ্যাপুলেট পরিয়ে দেন নৌবাহিনী প্রধানসহ অতিথিবৃন্দ ও গর্বিত অভিভাবকরা।

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহিদ ও অকুতোভয় নৌ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী, যা দেশের সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নৌবাহিনী প্রধান নবীন কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে সেনা ও বিমান বাহিনীর সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। তিনি নবীন কর্মকর্তা ও তাঁদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাতে ভোলেননি।

এই বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান দেশের নিরাপত্তা রক্ষার জন্য নবীন নৌ কর্মকর্তাদের দৃঢ় প্রতিশ্রুতি এবং মাতৃভূমি রক্ষায় তাদের দৃঢ় সংকল্পের প্রতীক হয়ে রইল।