ইমরান খান ‘মানসিক অসুস্থ ব্যক্তি’, বলল পাকিস্তানের সেনাবাহিনী

টুইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘মানসিক অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে এর আগে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে অভিহিত করেছিলেন ইমরান। এরপরই তাকে নিয়ে এমন মন্তব্য করল দেশটির সেনাবাহিনী।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ব্রিফিংয়ে বলেন, কারাগারে বন্দি ইমরান খান বাইরের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ কাজে লাগিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সশস্ত্র বাহিনীকে আক্রমণ করেন। যা উত্তেজনা সৃষ্টি করে।
এছাড়া ইমরান খানকে ‘আত্মকেন্দ্রিক’ হিসেবেও অভিহিত করেন সেনাবাহিনীর এ উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি খানের নাম উচ্চারণ না করে বলেন, “তার কথা হলো যদি আমি ক্ষমতায় না থাকি, তাহলে কোনো কিছু থাকতে পারবে না।
তিনি বলেন, “যারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে।
দুইদিন আগে ইমরান খানে বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকে ফিরে এসে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান ‘ক্ষুব্ধ’।
এদিকে সেনাবাহিনীর এমন ব্রিফিংয়ের সমালোচনা করেছেন ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি। তিনি বলেছেন, এই ব্রিফিং করার উদ্দেশ্য হলো ইমরান এবং তার দল পিটিআইকে উত্তেজিত করা। এরমাধ্যমে তারা পিটিআইয়ের কর্মীদের ওপর চলা ধরপাকড়কে বৈধতা এবং কারাবন্দি ইমরানের ওপর মানসিক চাপ বৃদ্ধি করতে চায়।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে সমালোচনা তৈরি ও পিটিআই বিক্ষোভের ডাক দিলে তার বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয়।
অসীম মুনিরের সমালোচনা ইমরান খানের
গত ৩ ডিসেম্বর ইমরান খানের এক্স অ্যাকাউন্টে সেনাপ্রধান অসীম মুনিরের সমালোচনা করে একটি পোস্ট করা হয়। বোন উজমা খানের সঙ্গে কারাগারে ইমরান যা বলেছেন সেখানে তা প্রকাশ করা হয়।
ইমরান মুনিরের সমালোচনা করে বলেন, “অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যা আমাকে বেশ উদ্বিগ্ন করে।
“পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়।
ইমরান খান আরও বলেন, “মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উস্ফলন দেখা যাচ্ছে।
অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে বিশ্বকাপজয়ী ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান বলেছেন, “নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে।
ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক এ প্রধানমন্ত্রী।






