ভূমিকম্প মোকাবিলায় সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে: ডা. জাহিদ

টুইট ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকের ভূমিকম্পের পর বাংলাদেশের নিরাপদে থাকবে এমনটা ভাবার কারণ নেই। তাই প্রস্তুতি নিতে হবে। ভূমিকম্প মোকাবিলায় সরকারকে এখনই উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৎসজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। রাষ্ট্রীয় ভাবে পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতন না হলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

এসময় ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন তিনি।