শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়নের দাবি চানখারপুলবাসীর

টুইট ডেস্ক: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন চানখারপুলের বাসিন্দারা৷ ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত এ রায় বাস্তবায়নের দাবি তাদের।

২০২৪ সালের ৫ আগস্ট এই চানখার পুল এবং এর আশেপাশের গলিতে গুলি করে হত্যা করা হয় ৬ জনকে। এ হত্যাকাণ্ডসহ সুনির্দিষ্ট ৩টি অভিযোগে, নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায়ের পর স্থানীয়রা স্মৃতি কাতর হয়ে পড়েন। যমুনা টেলিভিশনকে বর্ণনা করেন ওইদিনের বীভৎসতার কথা। তারা বলছেন, আর কোনো সরকার যেন এমন নৃশংসতা না চালাতে পারে, প্রয়োজন সেই সংস্কারের।

এর আগে, গত বছরের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।