‘যুদ্ধশুরুর পর ইসরায়েলে ৯৮ ফিলিস্তিনি বন্দির মৃত্যু’

টুইট ডেস্ক: গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের কারাগারে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৮ ফিলিস্তিনি বন্দি। সম্প্রতি তেলআবিবভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-এর এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ তথ্য।
এখনও নিখোঁজ বহু। তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে উঠে এসেছে, শারীরিক নির্যাতন, চিকিৎসা অবহেলা ও অপুষ্টিসহ নানা কারণে বন্দিদের মৃত্যু হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম আট মাসে প্রতি চার দিনে একজন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। তবে ২০২৪ সালের মাঝামাঝি থেকে মৃত্যুর হালনাগাদ তথ্য দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী ও কারা কর্তৃপক্ষ। হেফাজতে মৃত ব্যক্তিদের বেশিরভাগই ‘সিকিউরিটি প্রিজনার’ অর্থাৎ অভিযোগ ছাড়াই আটক করা হয়েছিল তাদের।






