অভিবাসন প্রত্যাশীদের গোল্ডেন টিকিট ব্যবস্থা বাতিলের ঘোষণা ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর

টুইট ডেস্ক: আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্যের আইন। অভিবাসন প্রত্যাশীদের জন্য বরাদ্দ গোল্ডেন টিকিট ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি।

ক্ষমতায় বসার পর থেকেই অবৈধ অভিবাসন ইস্যুতে ব্যাপক চাপের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টি। এমন পরিস্থিতিতে অভিবাসন ব্যবস্থা সংস্কারের এই পরিকল্পনা সামনে এনেছে দলটি। আগে দেশটিতে পাঁচ বছরের জন্য বসবাসের অনুমতি পেতেন আশ্রয়প্রার্থীরা। এরপর, স্থায়ী বসবাসের অনুমতি আর যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতেন তারা।

তবে পরিবর্তিত নীতিতে শরণার্থী মর্যাদার মেয়াদ ৩০ মাসে কমিয়ে আনা হবে। স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করার আগে অপেক্ষা করতে হবে অন্তত ২০ বছর।