১৭ নভেম্বর ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টুইট ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর তারিখে অবশ্যই ঘোষণা হবে, আদালত সে বিষয়ে সকলকে জানিয়ে দিয়েছে। কোথাও যাতে কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবেন। এ-উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগণ, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষণা করেছে।
তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর লটারীর মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন উপলক্ষে ১ লাখ সেনাবাহিনী সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজর বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্ট গার্ড , ৮ হাজার র ্যাব এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন। সেখানে তিনি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন।






