ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও দুটি গ্রাম দখল করার দাবি রাশিয়ার

টুইট ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও দুটি গ্রাম-দোনেৎস্ক অঞ্চলের রিহ এবং দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ওরেস্তোপিল-দখল করেছে। ইউক্রেন এখনো এই দাবি নিশ্চিত করেনি।

শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা এক পোস্ট অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসোভ রিহ এলাকায় অবস্থানরত সৈন্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সৈন্যরা ‘আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হচ্ছে’ এবং ‘আমাদের যৌথ বিজয়কে আরও কাছে নিয়ে আসছে।’

স্বাধীন গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে যে গতকাল রিহ এবং ওরেস্তোপিল-উভয় এলাকার কাছেই রুশ হামলা হয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রন্টলাইনের বিভিন্ন সেক্টরে রাশিয়ার চাপ বৃদ্ধি পেয়েছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে। তবে এখনো পর্যন্ত কিয়েভ এই দাবি অস্বীকার বা নিশ্চিত-কোনো অবস্থানই জানায়নি।

রাশিয়া নতুন অগ্রগতির দাবি করলেও এর স্বাধীন যাচাই এখনো পাওয়া যায়নি। সংঘাতের এই ধারাবাহিক উত্তেজনা ইঙ্গিত দেয় যে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত অস্থির রয়ে গেছে। ইউক্রেন সরকার থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসা পর্যন্ত এই দাবির সঠিক তাৎপর্য নির্ধারণ করা কঠিন।