বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবসে প্রেস কনফারেন্স

বান্দরবান প্রতিনিধি: “ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডায়াবেটিকস সমিতির আয়োজনে জেলা সদর হাসপাতাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রশিদ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সদস্য বেলাল হোসেন, কনসালটেন্ট ডাঃ অংচালু, প্রেসক্লাব সম্পাদক এন এ জাকিরসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা জানান, ২০০২ সালে কয়েকজন সমাজসেবক হাসপাতাল গড়ার উদ্যোগ নেন। ২০০৯ সালে মহিলা ক্লাবের দুটি ভাঙা কক্ষে যাত্রা শুরু হয়। ২০১১ সালে নিজস্ব ভবন হলে পূর্ণতা পায়। অতীতে নামমাত্র থাকলেও দক্ষ ডাক্তার-কর্মী ছিল না। বর্তমানে ২১ সদস্যের কমিটির অধীনে ৮ জন দক্ষ জনবল নিয়ে চলছে।
ডাঃ অংচালু ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত চেকআপ ও স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেন।





