বান্দরবানে নারীদের সাইবার সুরক্ষায় পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

সহিংসতা মোকাবেলায় বান্দরবানে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ।

অসীম রায় (অশ্বিনী): নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সাইবার অপরাধ প্রতিরোধ ও মোকাবেলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পুলিশ আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।

প্রশিক্ষণ কর্মশালাটি ৯ নভেম্বর (শনিবার) বান্দরবানে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, “বর্তমান সময়ে সাইবার অপরাধ বিশেষ করে নারীদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সমাজের এই নতুন ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা, সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য।”

তিনি আরও বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) কেবল একজন নারী নয়, বরং পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এই কারণে পুলিশ সদস্যদের সংবেদনশীলতা ও প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা জরুরি।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অনলাইন অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল প্রমাণ সংগ্রহ, ফরেনসিক বিশ্লেষণ এবং আধুনিক তদন্ত কৌশল সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করবেন। যা ভবিষ্যতে নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ সুপার সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধে অটল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় বিশিষ্টজন, তরুণ প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে— প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা যাচাই ও মাঠপর্যায়ে প্রয়োগের সুযোগ তৈরি করা হবে।