বান্দরবানের মাঠে উৎসবের রঙ: সম্প্রীতির ক্রীড়া উৎসব

বান্দরবানে সম্প্রীতির ক্রীড়া উৎসব-২০২৫: দ্বিতীয় দিনে ফুটবল-ভলিবলে উচ্ছ্বাসের বন্যা।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান প্রতিনিধি: পাহাড়ের কোলে পুলিশ লাইন্স মাঠ আজ ছিল উৎসবের রঙে রাঙা। “সম্প্রীতির ক্রীড়া উৎসব-২০২৫” এর দ্বিতীয় দিনে বালকদের ফুটবল ও বালিকাদের ভলিবল ম্যাচে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
হাজারো দর্শকের গগনবিদারী উল্লাস এবং চিৎকারে কেঁপে ওঠে বান্দরবানের আকাশ। উৎসবের এই আয়োজনের মূল লক্ষ্য পাহাড়ের যুবক-যুবতীদের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও একাত্মতার বার্তা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) মোছাঃ ফরিদা ইয়াসমিন।
তিনি বলেন: “খেলার মাঠই হোক সম্প্রীতির সবচেয়ে বড় ক্যানভাস। পাহাড়ের যুবক-যুবতীরা আজ প্রমাণ করল—একতাই আমাদের শক্তি। খেলাধুলার মাধ্যমে আমরা পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তুলতে পারি।”
ফুটবল: গোলের ঝড়
বালকদের ফুটবল ফাইনাল ম্যাচে লামা উপজেলা একাদশ ৩-১ গোলে হারায় রোয়াংছড়ি একাদশকে। ম্যাচে দর্শকরা খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স উপভোগ করেন। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লামার অলরাউন্ডার রাকেশ তঞ্চঙ্গ্যা, যিনি দলের জয় নিশ্চিত করেন দুটি গুরুত্বপূর্ণ গোলের মাধ্যমে।
ভলিবল: মেয়েদের দাপট
বালিকাদের ভলিবল ফাইনালে নাইক্ষ্যংছড়ি স্কুল ৩-০ সেটে জয়ী হয় আলীকদম স্কুল-কে পরাজিত করে। দলের সেরা স্পাইকার হিসেবে সম্মানিত হন নাইক্ষ্যংছড়ির সুচি মং মারমা, যিনি ধারাবাহিক ব্লক ও অ্যাটাকের মাধ্যমে দলের জয় নিশ্চিত করেন।
আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সদর জোন কমান্ডার: লে. কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি, ডিসি (পিওএম-পূর্ব): কাজী নুসরাত এদীব লুনা।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় স্কুলের প্রধানগণ, খেলোয়াড় পরিবার উপস্থিত ছিলেন।
আগামী দিনের আয়োজন (৮ নভেম্বর ২০২৫)
সকাল ৯টা: দৌড় প্রতিযোগিতা।
বিকেল ৩টা: কাবাডি ফাইনাল।
সন্ধ্যা ৬টা: পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা।
বান্দরবান পুলিশের আয়োজনে এই উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত। উৎসবের মাধ্যমে পাহাড়ের যুব সমাজে সম্প্রীতি ও একাত্মতার বার্তা ছড়িয়ে দেওয়া হবে।








