পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে

টুইট ডেস্ক: পেঁয়াজের বাজারে সিন্ডিকেটের আধিপত্য বেড়েছে। দুই সপ্তাহ ধরে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। ডালের মোকামে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে মশুর ডালের কেজি প্রতি দাম বেড়েছে ২৫ টাকা। এদিকে, শীতের সবজির যোগান বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, চলতি মাসেই আরও একদফা দাম কমবে।
মূলত, পেঁয়াজের বাজারে এই অস্থিরতা অনেকটা হঠাৎ করেই । সরবরাহে নেই ঘাটতি, মজুদ পরিস্থিতিও সন্তোষজনক। তারপরও পণ্যটির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র ৪ থেকে ৫ দিনের ব্যবধানে এক কেজিতে দাম বেড়েছে মানভেদে ৩০ থেকে ৪০ টাকা। মাত্র এক সপ্তাহ আগে এক কেজি পেঁয়াজ পাওয়া যেতে ৭৫ থেকে ৮০ টাকায়। আজকে বাাজরে দাম হাঁকা হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। পেঁয়াজের এমন চড়া দামে ক্ষুদ্ধ সাধারণ ক্রেতারা।
মৌসুমের শেষ পর্যায়ে ঘাটতি দেখা দিলে দাম কিছুটা বাড়ে। কিন্তু এখনও পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে- এমন যুক্তি খুচরা বিক্রেতাদের। তাদের অভিযোগ, পাইকারি পর্যায়ে সিন্ডিকেট করে রাতারাতি দাম বৃদ্ধি করা হয়েছে।
এদিকে কিছুটা স্বস্তির দেখা মিলছে সবজির বাজারে। নতুন করে দাম বাড়েনি। বরং বেশ কিছু সবজি চড়া দাম থেকে নামতে শুরু করেছে। গোল বেগুন, টমেটো আর গাজর দাম এখনও শতক ছাড়িয়ে। বাকি প্রায় সব ধরনের সবজি মিলছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।
বাজারে শীতকালীন সবজির যোগানও বাড়তে শুরু করেছে। বিক্রেতাদের দাবী, নতুন করে আর সবজির দাম বাড়বে না। বরং দু’সপ্তাহ পর থেকে শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাবে। যার ইতিবাচক প্রভাব পড়বে দামে।
হঠাৎ করে চড়েছে দেশি মশুর ডালের বাজার। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। এক কেজি দেশি মশুর ডালের জন্য গুণতে হবে ১৫০ থেকে ১৬০ টাকা।






