চট্টগ্রামে ফের গুলি: অটোরিকশা চালক গুলিবিদ্ধ, এলাকায় আতঙ্ক

টুইট ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার কুয়াইশ চালিতাতলী এলাকায় আবারও গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তির সঙ্গে কথা বলে বিস্তারিত জানা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা বা স্থানীয় মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।”

আহত ইদ্রিসের পরিবারের দাবি

ইদ্রিস আলী পেশায় অটোরিকশা চালক এবং বহদ্দারহাট এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে থাকা পরিবারের সদস্যরা জানান, “মাদক কারবারে বাধা দেওয়ায় ইদ্রিসকে লক্ষ্য করে গুলি চালানো হয়।”
এসময় তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন,

“গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দুপুরে হাসপাতালে আনা হয়েছে। তার হাঁটুতে গুলির চিহ্ন রয়েছে, বর্তমানে ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।”

টানা দ্বিতীয় দিনে গুলির ঘটনা

এর মাত্র একদিন আগে, বুধবার সন্ধ্যায় একই থানার চালিতাতলী এলাকাতেই বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়।
সে ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হন এবং প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকায় আতঙ্ক ও পুলিশি টহল

দুই দিনে টানা দুটি গুলির ঘটনায় চালিতাতলী এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ অতিরিক্ত টহল জোরদার করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
ওসি জসিম উদ্দিন জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এলাকায় মাদকচক্র সক্রিয় কিনা, সেটিও তদন্ত করা হচ্ছে।”

একই এলাকায় দুই দিনে দুটি গুলির ঘটনা রাজনৈতিক ও অপরাধী চক্রের সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।