মামদানিকে ভোট না দেয়ার আহ্বান ট্রাম্পের

টুইট ডেস্ক: নিউ ইয়র্ক সিটির মেয়র পদে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মামদানি নির্বাচিত হন, তাহলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউ ইয়র্কে পৌঁছতে দেয়া হবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
একই সঙ্গে, নিজে রিপাবলিকান হলেও ডেমোক্র্যাট পার্টির সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন অ্যান্ড্রু কুওমোকে সমর্থনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আসলে আপনার কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন।’
তবে, জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি কুওমোর চেয়ে এগিয়ে। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুওমো।
কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের গত বুধবার প্রকাশিত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ডাবল-ডিজিট লিড ধরে রেখেছেন।
সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের জরিপ অনুযায়ী, সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৩ শতাংশ জোহরান মামদানিকে সমর্থন জানিয়েছেন। তারপরে প্রাক্তন ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ড্রু এম. কুমো’র সমর্থন ৩৩ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থন ১৪ শতাংশ।
মেয়র নির্বাচনে জোহরান মামদানি (৩৪) তরুণ ও প্রগতিশীল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং তার প্রচারণা দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে শহরের যুবসমাজ এবং নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে। আন্তর্জাতিক মনোযোগও তার দিকে রয়েছে বলে দাবি বিশ্লেষকদের।
অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী কুমো (৬৭) দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে লড়ছেন। তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।






