মোবাইল-ব্যাংক লেনদেন শুরু হলেও গ্রাহকরা পুরো সুবিধা পাচ্ছেন না: এমটিবি এগিয়ে

NPSB আন্তঃলেনদেন চালুতে বিলম্ব: বিকাশ তিন মাস সময় চেয়েছে, নগদ এখনও বাইরে।
টুইট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর ২০২৫ থেকে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (MFS) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP)-এর মধ্যে National Payment Switch Bangladesh (NPSB) মাধ্যমে আন্তঃলেনদেন চালু হওয়ার কথা ছিল। কিন্তু ৩ নভেম্বর পর্যন্ত এই সেবা পুরোপুরি কার্যকর হয়নি।
বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তুতি ঘাটতি ও প্রযুক্তিগত জটিলতার কারণে গ্রাহকরা এখনও পূর্ণ সুবিধা পাচ্ছেন না।
MFS প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি
বিকাশ: দেশের বৃহত্তম MFS প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সার্ভার ও নিরাপত্তা কাঠামো সম্পূর্ণ না হওয়ায় অতিরিক্ত তিন মাস সময় (৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত) চেয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে নতুন ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক ও শক্তিশালী অথেনটিকেশন সিস্টেম বাস্তবায়নের কাজ করছে।
ইউপে: সিস্টেম মাইগ্রেশন সম্পন্ন না হওয়ায় অতিরিক্ত ১৫ দিনের সময় চেয়েছে। UCB Fintech-এর পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, তারা খুব শিগগিরই আন্তঃলেনদেন সেবা চালু করবে।
রকেট (Dutch-Bangla Bank): টেস্টিং সম্পূর্ণ হয়েছে, এখন লাইভ টেস্টিং পর্যায়ে রয়েছে। তবে গ্রাহক পর্যায়ে চালুর আগে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
নগদ: তারা সম্পূর্ণ প্রস্তুত থাকলেও এখনো MFS লাইসেন্স না থাকায় বাংলাদেশ ব্যাংক তাদের NPSB সংযোগের অনুমোদন দেয়নি। ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারটি আপাতত এই নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে, যা গ্রাহক লেনদেনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ব্যাংক ও PSP সংযোগের অবস্থা
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মোট ১০টি প্রতিষ্ঠান (৭টি ব্যাংক, Rocket, ইসলামী ব্যাংকের M-Cash এবং ২টি PSP) ইতিমধ্যে NPSB চ্যানেলে সংযুক্ত হয়েছে। আরও ৫টি প্রতিষ্ঠান সংযোগের প্রক্রিয়ায় রয়েছে।
Mutual Trust Bank (MTB) জানিয়েছে, আপাতত তাদের MTB Neo অ্যাপের মাধ্যমে ব্যাংক থেকে যেকোনো MFS-এ ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ কোনো চার্জ ছাড়াই করা যাচ্ছে। এই অ্যাপে ব্যালেন্স চেক, ইন্টার-ব্যাংক ও MFS ট্রান্সফারের সুবিধা রয়েছে।
লেনদেন চার্জ ও গ্রাহক সুবিধা
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক নীতিমালা অনুযায়ী—
ব্যাংক থেকে MFS-এ ট্রান্সফারে প্রতি ১,০০০ টাকায় চার্জ ১.৫ টাকা (সর্বোচ্চ ১৫ টাকা)।
MFS থেকে MFS ট্রান্সফারের চার্জ সর্বোচ্চ ৮.৫ টাকা নির্ধারিত হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক এখনও সময় বাড়ানোর অনুরোধগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেনি, তবে পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তঃলেনদেন ব্যবস্থাটি চালু হলে নগদ লেনদেন কমানো ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে বড় অগ্রগতি হবে।
তবে bKash ও Nagad-এর মতো বড় প্রতিষ্ঠানগুলোর বিলম্বের কারণে সাধারণ গ্রাহকরা এখনও কাঙ্ক্ষিত ইন্টারঅপারেবিলিটি সুবিধা থেকে বঞ্চিত থাকছেন।






