ভয়াবহ আগুন—শিশুসহ ২৩ জনের মৃত্যুতে মেক্সিকো শোকাহত

মেক্সিকোর সোনোরায় কনভেনিয়েন্স স্টোরে ভয়াবহ আগুন ও বিস্ফোরণ: ২৩ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের রাজধানী হার্মোসিলো শহরের কেন্দ্রস্থলে একটি কনভেনিয়েন্স স্টোরে ভয়াবহ আগুন ও বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নাবালকও রয়েছে। আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার স্থানীয় সময় বিকেল ২টার দিকে Waldo’s নামের জনপ্রিয় ডিসকাউন্ট চেইনের এক শাখায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানটির সামনের অংশ থেকে ঘন ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে, আশপাশের গাড়ি ও দোকানেও আগুন ধরে যায়।

সোনোরার গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, “এটি সোনোরার জন্য এক শোকের দিন। মৃতদের পরিবারের পাশে আমরা আছি।”

রেড ক্রসের সহায়তায় ৪০ জন উদ্ধারকর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স কাজ করছে বলে জানান তিনি।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস চাভেজ বলেন, প্রাথমিক তদন্তে ত্রুটিপূর্ণ ইলেকট্রিক ট্রান্সফর্মার থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে, এটি সন্ত্রাসী হামলা নয় বলে নিশ্চিত করা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম টুইটারে শোক প্রকাশ করে জানান, তিনি গভর্নরের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অভ্যন্তরীণ মন্ত্রণালয়কে সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ “ডে অফ দ্য ডেড” উদযাপন বাতিল করেছে এবং জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

এটি সাম্প্রতিক সময়ে মেক্সিকোর সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটি, যা বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছে।

সূত্র: মেক্সিকান গণমাধ্যম ও সরকারি বিবৃতি