রাশিয়া ভূপাতিত করল ২৭ ইউক্রেনীয় ড্রোন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন উত্তেজনা: মস্কো দাবি করেছে ২৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের পাঠানো অন্তত ২৭টি ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

ইউক্রেনীয় হামলা প্রতিহত করে—এমন দাবি করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ বার্তা সংস্থা তাস (TASS) জানিয়েছে, ড্রোনগুলো মূলত রোস্তভ, ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। স্থানীয় সময় রাত ২টা থেকে সকাল ৫টার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে হামলাগুলো ঠেকায়।

অন্যদিকে, ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনায় “নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে” সফল আঘাত হেনেছে। তবে এ দাবি সম্পর্কে রুশ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের এ ধাপটি যুদ্ধের নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই পরস্পরের সীমান্তাঞ্চলে ড্রোন হামলা ও পাল্টা হামলার অভিযোগ করছে।

সূত্র: TASS, Reuters, Kyiv Independent, BBC Monitoring