সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংলাপে ইসি
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় এ মতবিনিময় সভা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, নৌবাহিনী প্রধানের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ অন্যান্য গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা।
আলোচনার মূল বিষয়বস্তু
প্রাক-প্রস্তুতিমূলক এই সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে-
ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা প্রণয়ন
সব আইনশৃঙ্খলা সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা জোরদার
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা
অবৈধ অস্ত্র উদ্ধার ও ব্যবহার নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল বা মিথ্যা তথ্য প্রচার রোধে এআই প্রযুক্তির ব্যবহার
বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ
পোস্টাল ভোটিং ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা
প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা
অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ
পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনি সামগ্রী পরিবহনে হেলিকপ্টার সহায়তা
গোয়েন্দা সংস্থার পরামর্শ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ
নির্বাচনের সময়সূচি
রোজার আগে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসির ‘সংলাপ পর্ব’ শুরু হয় গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে। পরবর্তীতে ৬ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধি এবং ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
ইতোমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে কেন্দ্রীয়ভাবে সংলাপ করে ইসি। এসব আলোচনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলার উন্নয়ন ও ইসির দৃঢ় ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।