শাপলাকে অর্জন করবো: হাসনাত আবদুল্লাহ

টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাপলার কোনো বিকল্প অপশন নেই। শাপলা না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা তারা দিতে পারে না। শাপলাকে আমরা অর্জন করবো।

রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই কমিশন বিভিন্ন দলের হয়ে কাজ করছে। ইসি এমন কোনো সিদ্ধান্ত যেন না নেয় যাতে করে নুরুল হুদার মতো পরিস্থিতি হয়।

তিনি আরও বলেন, ‘এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এছাড়াও এই নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলেও দাবি করেন তিনি।

এর আগে সকাল ১১টায় এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে হাজির হয়। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে দেখা করতে কমিশনে যান তারা।

উল্লেখ্য, ইসির পূর্বঘোষণা অনুযায়ী,রোববার (১৯ অক্টোবর) এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বেছে নিলে কমিশন নিজ সিদ্ধান্তে দলটির জন্য প্রতীক নির্ধারণ করবে বলে জনিয়েছিল কমিশন।