গাজায় খাদ্য- বিশুদ্ধ পানি-চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট
টুইট ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির এক সপ্তাহ পার হওয়ার পরও জীবনযাপনে এক কঠিন সংগ্রামের মুখোমুখি হচ্ছে ফিলিস্তিনিরা। খাদ্য, পানি ও মৌলিক চিকিৎসা সরবরাহে গুরুতর ঘাটতির কারণে সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাহায্য সরবরাহে কঠোর সীমাবদ্ধতা আরোপ করায় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবে কার্যকর হচ্ছে না। গাজার কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবিরে ফিলিস্তিনিরা দাতব্য কেন্দ্রগুলো থেকে খাদ্য বিতরণের জন্য জড়ো হচ্ছেন। গাজার কিছু অংশে অনাহারের পরিস্থিতি বিরাজ করছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক উপসচিব টম ফ্লেচার জানিয়েছেন, সংকট শিথিল করতে এখন প্রতি সপ্তাহে হাজার হাজার ত্রাণবাহী ট্রাকগুলোকে অবাদে গাজায় প্রবেশ করতে দিতে হবে।
যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতিও সেখানকার মানুষগুলোকে ন্যূনতম জীবনযাপনের সহায়তা দিতে ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মানবিক বিপর্যয় আরও গভীর হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।