ঢাকা বিমানবন্দরে যাত্রীর পকেটে ৭ কোটি টাকার সোনা

ছবি : সংগৃহীত

টুইট ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর পকেটে ৭ কোটি টাকার সোনা মিলেছে । বাহককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ টিম। আটককৃত ব্যক্তির নাম রাইহান হোসেন। তার শরীর তল্লাশির পর দিবাগত রাতে আটক করা হয়েছে। রাইহানের বাড়ি ঢাকার গুলশানে।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদুর রহমান জানাচ্ছেন যে, বর্তমানে চোরাচালানী প্রতিরোধে কমিশনারের কঠোর নির্দেশনা রয়েছে এবং এই ধারাবাহিকতায় তারা বিমানবন্দরে নজরদারি চালিয়ে আসছে।

তিনি বলেন, বৃহস্পতিবার বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে ওই যাত্রী ইউএস বাংলার ফ্লাইট দিয়ে ব্যাংকক থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর নজরদারি শুর করে প্রিভেনটিভ টিম।

ইমিগ্রেশন শেষে কাস্টম চ্যানেলে আসলে তাকে তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার জুতা ও প্যান্টের সামনে পেছনের পকেট থেকে মোট ৬৭ পিস সোনার বার জব্দ করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।