বঙ্গালি জনগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সংবাদ সম্মেলন: ভূমি কমিশনের বৈঠক বাতিল ও ৮দফা দাবি বাস্তবায়নের আহ্বান।
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান পার্বত্য জেলা আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক বাতিল ও ঘোষিত ৮দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫২% বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি কমিশনে নেই। কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ হওয়ায় একপেশে সিদ্ধান্তের আশঙ্কা রয়েছে, যা বৃহৎ বাঙালি জনগোষ্ঠীর ভূমিহীন হওয়ার কারণ হতে পারে।
কমিশনের ৯ সদস্যের মধ্যে ৩ জন সার্কেল চীফ (রাজা), ৩ জন জেলা পরিষদ চেয়ারম্যান, ১ জন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানসহ মোট ৭ জন উপজাতি। একজন চেয়ারম্যান ও একজন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার থাকলেও বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই।
বক্তারা আরও জানান, কমিশনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ না রাখায় এটি সংবিধানবিরোধী এবং একপেশে সিদ্ধান্তে বড় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১৯ অক্টোবর রাঙ্গামাটির পার্বত্য জেলা পরিষদে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠককে কেন্দ্র করে স্থানীয় বাঙালি জনগোষ্ঠী ক্ষুব্ধ। পিসিসিপি ঘোষণা করেছে, ৮দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কমিশনের কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না। অন্যথায় সভাস্থল ঘেরাও ও অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
পিসিসিপি’র ৮দফা দাবির মধ্যে রয়েছে;
কমিশনে সকল জাতি-গোষ্ঠীর সমান সংখ্যক সদস্য নিশ্চিত করা, ভূমি বিরোধ নিবারণের পূর্বে ভূমি জরিপ সম্পন্ন করা, সংবিধানবিরোধী ধারাসমূহ বাতিল করা, জেলা প্রশাসকগণকে ভূমি বিরোধ নিষ্পত্তির অধিকার প্রদান, ক্ষতিগ্রস্থদের সরকারি খাস জমিতে পুনর্বাসন ব্যবস্থা করা, কমিশনের কার্যক্রম দেশের প্রচলিত ভূমি আইন অনুসারে পরিচালনা করা।
সংবাদ সম্মেলনে পিসিসিপি’র সহ-সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীমসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।