সেনাবাহিনীর রিক্রুট ব্যাচ-২০২৫ এর কুচকাওয়াজে দেশসেবার অঙ্গীকার

বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট ব্যাচ-২০২৫ এর চৌকষ কুচকাওয়াজ: নবীন সৈনিকদের শপথ দেশসেবার

টুইট প্রতি‌বেদক: বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী ও চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) এবং চট্টগ্রামের হালিশহরস্থ আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস)-এ একযোগে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে নবীন সৈনিকদের শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়।

রাজশাহীর বিআইআরসি-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। তিনি চৌকষ প্যারেড পরিদর্শন করেন এবং নবীন সৈনিকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ভাষণ প্রদান করেন।

চট্টগ্রামের হালিশহরস্থ এসিএন্ডএস-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া। তিনি প্যারেডের অভিবাদন গ্রহণ করেন এবং সৈনিকদের উদ্দেশ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধের বার্তা দেন।

দু’টি কেন্দ্রেরই কুচকাওয়াজে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নবীন সৈনিকদের পরিবারের সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবীন সৈনিকদের নিখুঁত মার্চপাস্ট, স্লোগান ও কুচকাওয়াজের শৃঙ্খলাবদ্ধ প্রদর্শনী সকলকে মুগ্ধ করে।

প্রধান অতিথিগণ নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার অগ্রভাগে অবস্থান করছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে তোমাদেরকে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”

তাঁরা নবীন সৈনিকদেরকে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের শপথকে জীবনের মূলমন্ত্র হিসেবে ধারণ করার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে নবীন সৈনিকদের পরিবারবর্গের উপস্থিতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সুত্র: ispr