বান্দরবানে প্রবারণা পূর্ণিমায় সেনা জোনের অনুদান

বান্দরবান প্রতিনিধি, অসীম রায় (অশ্বিনী): বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনা জোনের উদ্যোগে অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান। তিনি বলেন, সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমেও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রবারণা পূর্ণিমা একটি ঐতিহ্যবাহী উৎসব। এ উৎসবে সবার আনন্দ ভাগাভাগি করতে এই সহায়তা প্রদান করা হয়েছে।
এবার মোট ২৭ জন দরিদ্র বৌদ্ধ ব্যক্তি, ৮টি বৌদ্ধ বিহার এবং ১০টি সংগঠনকে অনুদান দেওয়া হয়। সুবিধাভোগীদের হাতে হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
প্রবারণা পূর্ণিমা বর্ষাবাসের সমাপ্তি উপলক্ষে পালিত হয়। এটি বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব। পার্বত্য এলাকায় এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।
সেনাবাহিনীর এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।






