ইউক্রেন বিমান বাহিনীর হাতে রাশিয়ার যুদ্ধ জাহাজ ধ্বংস

রাশিয়ান জাহাজে আগস্টে ইউক্রেইনের ড্রোন হামলা। ছবি: সংগৃহীত

বিশ্ব ডেস্ক : ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার বলেছে, তারা ব্ল্যাক সিতে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে। রাশিয়া এটিতে কিয়েভের বিরুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন বহন করছিল বলে সন্দেহ করা হয়।

ইউক্রেনের বিমান বাহিনী এক টেলিগ্রাম বার্তায় জানায়, বিমান বাহিনীর পাইলটরা বিশাল ল্যান্ডিং জাহাজ নভোচেরকাস্ককে ‘ধ্বংস’ করেছে।

বার্তায় আরও জানায়, ‘জাহাজটিতে ইউক্রেইনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরানি শাহেদ ড্রোন ছিল।’

হামলাটি কোথায় হয় সে সম্পর্কে সামরিক বাহিনী নির্দিষ্ট করে বলেননি। তবে বিমান বাহিনীর কমান্ড্যান্ট মাইকোলা ওলেচচৌক ক্রিমিয়ান উপদ্বীপের ব্ল্যাক সিতে ফিওডোসিয়ার রাশিয়ান নৌ ঘাঁটিতে বিস্ফোরণের একটি ভিডিও পোস্ট করেছেন।

ক্রেমলিন সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ বলেন, ‘ফিওডোসিয়া এলাকায় শত্রুপক্ষ হামলা চালিয়েছে।’ বিস্ফোরণ বন্ধ হয়েছে এবং আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাস্থলে সব ধরণের প্রয়োজনীয় পরিষেবা রয়েছে। বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেয়া হবে।’

ইউক্রেন ক্রিমিয়ায় প্রায়ই রাশিয়ান সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। ২০২২ সালের এপ্রিলে, ইউক্রেন রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ ক্রুজার মস্কভাকে ডুবিয়ে দেয়।