ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নগদ সহায়তা দিল ওয়ার্ল্ড ভিশন

টুইট ডেস্ক : নওগাঁর ধামইরহাটে ঝরেপড়া শির্ক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র আয়োজনে স্বাস্থ্য. শিশু সুরক্ষা ও শিশু শ্রম বন্ধের লক্ষে শ্রমের সঙ্গে জড়িত ১৭টি শিশুর পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে নগদ অর্থ, ৮টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহায়ক সামগ্রী, ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও শিকড় শিক্ষণ কেন্দ্রের ১৮০ শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু নিরোধে মশারী বিতরণ করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর দুপুর আড়াই এসব সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাত, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, চাইল্ড প্রটেকশন অফিসার প্রদীপ হাসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজলীন মিতু কোড়াইয়া প্রমুখ।