হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত
টুইট ডেস্ক : রাজশাহীর কৃতি সন্তান জাতীয় হকি তারকা ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত রবিউদ্দিন আহমেদ মিন্টুর ২৬তম এবং শামীম রেজার ১৮তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নগরীতে শোকর্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কাজিহাটা সিঅ্যান্ডবি মোড় থেকে শোকর্যালিটি বের হয়ে বৈকালী সংঘ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মিন্টু ও শামীম ছিলেন রাজশাহীর ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তাদের অবদান রাজশাহীর ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে তারা প্রেরণার উৎস হয়ে থাকবেন।
সভায় বক্তব্য দেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন রতন।
বক্তারা প্রয়াত দুই হকি তারকার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের আদর্শ ও কৃতিত্বকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।