সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নারীকে ফেরত দিল বাংলাদেশ

টুইট ডেস্ক : নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক নূপুর সরকারকে বিএসএফ-এর কাছে হস্তান্তর করেছে বিজিবি।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের বাসিন্দা তসর সরকার ও ললিতা সরকারের মেয়ে নূপুর সরকার ওরফে অচলা সরকার গত মে মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তাকে আটক করে বিজিবি।

পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে রাজশাহীর সেফহোমে রাখা হয়। আদালতের নির্দেশনা ও আনুষ্ঠানিকতা শেষে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাপাহারের বামনপাড়া বিওপি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নূপুর সরকারকে ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর, সাপাহার থানা পুলিশের প্রতিনিধিসহ ভারতীয় বিএসএফ কর্মকর্তা প্রবীণ যাদব এবং ভারতীয় পুলিশের সংশ্লিষ্টরা।

নওগাঁ জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামিমুর রেজা রনি এই মামলায় আসামিপক্ষের পক্ষে লড়েন। তিনি জানান, “নূপুর সরকার অসুস্থ ও অসহায় নারী ছিলেন। তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি ব্যক্তিগত খরচে মামলাটি পরিচালনা করেছি। তাকে দেশে ফেরাতে পেরে আমি অত্যন্ত সন্তুষ্ট।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর কার্যকর সমন্বয়ের ফলে মানবিক ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা অভিমত প্রকাশ করেন।