বিচ্ছেদ মেটাতে ১৭৫ কিলোমিটার পথ পাড়ি, শেষমেষ মাঝরাস্তায় হামলা
স্ত্রীকে ফেরাতে কটক থেকে বালাসোরে আসেন শেখ আমজাদ, কিন্তু বাগবিতণ্ডা গড়ায় নৃশংস ছুরিকাঘাতে; আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্ত্রী, স্বামী আটক।
বিশ্ব ডেস্ক: ভারতের ওড়িশায় দাম্পত্য কলহের জেরে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। স্ত্রীকে ফেরানোর আশায় কটক থেকে ১৭৫ কিলোমিটার দূরে বালাসোরে আসেন শেখ আমজাদ। কিন্তু পুনর্মিলনের বদলে দেখা যায় রক্তাক্ত পরিণতি।
স্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার বিকেলে বালাসোরের একটি রাস্তায় স্ত্রীর সঙ্গে দেখা হলে কথাকাটাকাটির একপর্যায়ে আমজাদ হঠাৎ ছুরি বের করে জনসম্মুখেই স্ত্রীর গলায় আঘাত করেন। এ দৃশ্য প্রত্যক্ষদর্শীরা মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
আহত নারীকে প্রথমে বালাসোর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত কাট্টক সি. বি. মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।
ঘটনার পর পালাতে চাইলে স্থানীয়রা আমজাদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।