রাবিতে উপ-উপাচার্য লাঞ্ছিত, শিক্ষক-কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা
মুরাদুল ইসলাম সনেট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) আজ দুপুরে ক্যাম্পাসে একদল ছাত্রের হামলার শিকার হয়েছেন। ঘটনার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে দাপ্তরিক কাজ শেষে বাসায় ফেরার জন্য গাড়িতে ওঠেন উপ-উপাচার্য। এসময় কতিপয় ছাত্র তাঁকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় এবং অশালীন উক্তিসহ তাঁর গাড়ির উপর টাকা ছুড়ে মারে। বাসায় ঢুকতে গেলে প্রধান ফটকে তালা দেওয়া থাকায় তিনি জুবেরী ভবনে যান। সেখানে তাঁকে ঘিরে বিভিন্ন কটূক্তি করা হয় এবং শারীরিকভাবে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
পরিস্থিতি সামাল দিতে প্রক্টর ও বডিগার্ডরা চেষ্টা করলে প্রক্টর শারীরিকভাবে লাঞ্ছিত হন। এসময় তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। নিরুপায় হয়ে উপ-উপাচার্য জুবেরী ভবনের দোতলায় আশ্রয় নিলে তাঁকে গলা চেপে ধরা হয় এবং ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেওয়া হয়।
ঘটনার পর জুবেরী ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং ভবনের পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় প্রাক্তন প্রক্টর ও রাকসুর নির্বাচন কমিশনার প্রফেসর ড. এনামুল হক অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
শিক্ষক ও কর্মকর্তাদের দাবি, এ হামলা আসন্ন রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। তাঁরা জানান, ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা আগামী ২২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলমান থাকবে।