খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের সঙ্গে গুলি বিনিময়, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল)-এর সঙ্গে গুলি বিনিময়, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার।

টুইট ডেস্ক: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

শ‌নিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

সেনা সূত্র জানায়, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের অংশ হিসেবে সেনা টহল দল শ‌নিবার সকালে ইউপিডিএফ (মূল) দলের সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এসময় পাড়ায় অবস্থানরত ১৫-২০ জন সশস্ত্র সদস্য সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনারাও পাল্টা গুলি চালালে প্রায় কয়েক মিনিট ধরে গুলি বিনিময় চলে। তবে এলাকার দুর্গমতা কাজে লাগিয়ে ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়।

পরে সেনারা বিস্তারিত তল্লাশি চালিয়ে ০৮ রাউন্ড গুলিসহ একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট এবং ইউনিফর্মসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করে।

সংশ্লিষ্ট আইন অনুযায়ী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।