বান্দরবানে পাহাড়-সমতলের ভ্রাতৃত্বে ফুটবল উৎসব

সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে শুরু

বান্দরবান প্রতিনিধি: প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা শান্ত-নিবিড় পাহাড় আর নদীর মিলনস্থল বান্দরবান এবার শুধু পর্যটনের জন্য নয়, খেলাধুলার জন্যও হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

পাহাড়ি ও সমতলের মানুষের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো “সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫”-এর শুভ উদ্বোধন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। তিনি খেলার উদ্বোধন করেন এবং বলেন, ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন—বান্দরবান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির জন্য সমাদৃত। পাহাড়ি জনপদে সেনা রিজিয়নের এ ধরনের ক্রীড়ামূলক আয়োজন নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাপরায়ণ ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন মেজর এম এম ইয়াসিন আজিজ, সাব জোন কমান্ডার, রোয়াংছড়ি ও সভাপতি, টুর্নামেন্ট পরিচালনা কমিটি। একজন দক্ষ সংগঠক ও ক্রীড়াবান্ধব কর্মকর্তা হিসেবে তাঁর উদ্যোগ ও তত্ত্বাবধানেই এ প্রতিযোগিতা বাস্তব রূপ পেয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, পিএসসি এবং লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান জোন। আয়োজকরা জানিয়েছেন, বিশেষত লে. কর্নেল মাহমুদুল হাসানের দূরদর্শী নেতৃত্ব, বিচক্ষণতা ও ক্রীড়াবান্ধব মানসিকতার ফলেই এ আয়োজন সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্ট তরুণ সমাজকে মাদক ও কুসংস্কার থেকে দূরে রেখে সুস্থ জীবনধারায় এগিয়ে নেবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শক্তিশালী রোয়াংছড়ি উপজেলা দল বনাম রুমা উপজেলা দল। টানটান উত্তেজনায় ভরপুর এ ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। এগুলো হলো—বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সদর উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, রুমা উপজেলা, থানচি উপজেলা, আলীকদম উপজেলা এবং লামা উপজেলা। ইতিপূর্বে উপজেলা পর্যায়ে ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়াভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে সেরা দলগুলোকে নিয়েই এই আসরের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ রেজা, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সম্মিলিত ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল ও সেক্রেটারি থুইসিং প্রু লুবু। এ ছাড়া বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আ.মিনুল ইসলাম বাচ্চু, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর এবং আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনাল খেলার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট পাহাড়ি ও সমতলের মানুষের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।