নারী-শিশু সহিংসতা প্রতিরোধে একজোট বান্দরবান জেলা পুলিশ
বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় গুরুত্বপূর্ণ আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ। এতে সহযোগিতা প্রদান করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বান্দরবান এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, UNFPA সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার বলেন, বান্দরবান জেলার প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু রয়েছে। প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যরা এসব ডেস্কে ভিকটিমদের অভিযোগ গ্রহণ, প্রাথমিক আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করছেন।
তিনি আরও বলেন, “আমরা চাই ভিকটিমরা ভয়ের পরিবেশে নয়, বরং নিরাপদ ও আস্থার পরিবেশে তাদের কথা বলুক।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম, জেলার বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা।
পুলিশ সুপার অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।