৮ গোলের থ্রিলার, শেষ মুহূর্তের জোড়া গোলে হার এড়ালো য়্যুভেন্টাস

টুইট ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তে জোড়া গোল করে হারের দ্বারপ্রান্ত থেকে ফিরলো য়্যুভেন্টাস। নাটকীয়তায় ভরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র হয়েছে।

নিজেদের হোমগ্রাউন্ডে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামে য়্যুভেন্টাস। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ডর্টমুন্ড। ৮ গোলের ম্যাচ হলেও প্রথমার্ধে কেউই গোল করতে পারেনি।

খেলার দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে করিম আদেইয়েমির গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। ৬৪ মিনিটে সমতায় ফেরে য়্যুভেন্টাস কেনান ইলদিজের গোলে। এরপর ৬৫ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর ৬৭ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে আবারও সমতায় ফেরে য়্যুভেন্টাস।

এরপর ৭৪ মিনিটে ইয়ান কৌতো এবং ৮৬ মিনিটে রামি বেনসেবাইনির গোলে ডর্টুমন্ড ৪-২ গোলে এগিয়ে গেলে মনে হচ্ছিল, স্বাগতিকদের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব নয়। তবে ম্যাচের ইনজুরি টাইমে খেলার মোড় ঘুরে যায়। শেষ ২ মিনিটে দুসান ও লয়েড কেলির দুই গোলে নাটকীয় ম্যাচটি ড্র করে তুরিনের বুড়িরা।

এদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে আর্সেনাল। ইংলিশ জায়ান্ট ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ দল বিলবাওকে। বদলি নামার ৩৬ সেকেন্ডের মধ্যে গোল করেছেন মার্তিনেল্লি। গোল পেয়েছেন আরেক বদলি লিয়ান্দ্রো ত্রোসারও।

আর আত্মঘাতী গোলে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহাম।