জাকসু নির্বাচন বর্জন ঘোষণা ছাত্রদলের
ছাত্রদল অভিযোগ তুলে ভোট বর্জন, নির্বাচনে অংশ নেই তাদের প্যানেল। কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন সচল, ভোটার সংখ্যা ১১,৯১৯
টু্ইট ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনে ছাত্রদল বর্জনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এই ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ২২৪টি বুথে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলার কথা থাকলেও, ছাত্রদলের প্যানেল ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন মোট ১৭৯ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১১,৯১৯ জন, যার মধ্যে ৬,১০২ জন ছাত্র ও ৫,৮১৭ জন ছাত্রী।
ছাত্রদল তাদের বর্জনের সিদ্ধান্তে বিভিন্ন অভিযোগ তুলে বলেন যে, ভোটপরিচালনা প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি। তারা ভোটের প্রক্রিয়ায় অনিয়ম ও বিভাজনের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্যানেলগুলো নির্বাচনের সঙ্গে এগিয়ে যাচ্ছে। তবে ছাত্রদলের বর্জনের প্রভাব নির্বাচন ও ফলাফলে কতটুকু প্রতিফলিত হবে তা দেখা বাকি।
বিশ্ববিদ্যালয় জুড়ে মোট ভোটার এবং প্রার্থীর সংখ্যা থেকে বোঝা যায়, নির্বাচনের সম্ভাব্য ফলাফলে ছাত্রদলের অংশগ্রহণ না থাকা ভোট প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।