বান্দরবান মারমা বাজারে হইচই, টোল-ট্যাক্স বিতর্ক
মারমা বাজারে টোল-ট্যাক্স আদায় নিয়ে দ্বন্দ্ব
নিজস্ব প্রতিতিধি: বান্দরবান মারমা বাজারে জুমে উৎপাদিত কৃষিপণ্য বিক্রেতাদের কাছ থেকে অবৈধ টোল-ট্যাক্স আদায়ের অভিযোগ উঠেছে। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসক অধ্যাপক থানজামা লুসাই বিক্রেতাদের টোল-ট্যাক্স না দিতে অনুরোধ করেছেন।
জেলা পরিষদের অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে মেসার্স মিল্টন ট্রেডার্সকে টোল আদায়ের জন্য টেন্ডার দেওয়া হলেও বাজার ফান্ড থেকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। এরপরও বাজার ইজারাদারের প্রতিনিধি চসা মং মারমা (বাবু) বিভিন্ন কৃষিপণ্যের ওপর টোল ধার্য করে আদায় করছেন।
বিক্রেতারা জানান, এক গাড়ি কলা ছড়ার জন্য ১,৫০০ টাকা, জুমে উৎপাদিত মারফা শসা প্রতি মণ ২০ টাকা, শুকনা হলুদ ১২০ টাকা, বরবটি ২০ টাকা, আদা ৩০ টাকা টোল দিতে হয়। বিক্রেতা থুইনু প্রু ও সামাচিং মারমা বলেন, চেয়ারম্যান সরাসরি বলেছেন টোল দিতে হবে না, তাই ভবিষ্যতে তারা আর টোল দেবেন না।
পরিদর্শনের সময় চেয়ারম্যান বলেন, “মারমা বাজার ফান্ডের আওতায় নয়, তাই বাজার ফান্ডের ইজারাদারের এখান থেকে টোল আদায়ের কোনো অধিকার নেই। বিক্রেতাদের কাছ থেকে টোল নেওয়া বন্ধ করতে হবে।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, ডা. মং উষাথোয়াই, অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।