প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে আজ পুনর্বৈঠক

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে আবারও বৈঠক আজ বৃহস্পতিবার!

টুইট ডেস্ক: প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর রেলভবনে শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বৈঠক প্রায় এক ঘণ্টা চললেও কোনো সমাধান ছাড়াই শেষ হয়।

ফাওজুল কবির জানিয়েছেন, সমস্যা সমাধানের জন্য গঠিত সাত সদস্যের কমিটির পাঁচজন বৈঠকে অনুপস্থিত ছিলেন, তাই বৃহস্পতিবার পুরো কমিটি নিয়ে আবার বৈঠক হবে। শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন, যার মধ্যে রয়েছে সরকারি চাকরিতে প্রকৌশলীদের কোটা বাস্তবায়ন এবং শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার।

বৈঠকের ফলাফল শাহবাগে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এছাড়া, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বুয়েটের ভিসি ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান তীব্র নিন্দা জানিয়েছেন এবং তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।