বগুড়ায় সাত কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সাত কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ইফতেখার মুনিম নোবেল (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শিবগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের মালগ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বড়গোলা শাখার দায়ের করা তিনটি মামলায় এফ.কে.এম ইফতেখার মুনিম নোবেলকে গ্রেপ্তার করা হয়। মামলাগুলোতে প্রায় সাত কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার নোবেল শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারের তেল, চিনি, সার ও কিটনাশক ব্যবসায়ী মেসার্স এসকে ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি বগুড়া শহরের মালগ্রাম প্রাইমারি স্কুল লেনের মৃত আব্দুস সবুরের ছেলে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করায় ইসলামী ব্যাংক বড়গোলা শাখা তিনটি মামলা করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তার মালগ্রামের নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
ওসি শাহীনুজ্জামান আরও জানান, গ্রেপ্তার ইফতেখার মুনিম নোবেলকে আজ (বুধবার) আদালতে প্রেরণ করা হবে।