গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৮৬ ফিলিস্তিনি

টুইট ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় সোমবার (২৫ আগস্ট) একদিনেই কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৮৬ জনের মরদেহ ও শত শত আহতকে আনা হয়েছে। তবে প্রকৃত নিহত-আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং উদ্ধার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল সংকটে রয়েছে।

নিহতদের মধ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন ইসরাইলি গোলায়; বাকি ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহের সময়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান ইসরাইলি অভিযানে গাজায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ জুন ইসরাইল ও হামাস দুই মাসের যুদ্ধবিরতিতে রাজি হলেও তা ভেঙে ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরাইল। যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর থেকে এ পর্যন্ত আরও ১০ হাজার ৯০০ জন নিহত ও ৪৬ হাজারের বেশি আহত হয়েছেন।

এ ছাড়া গত মে মাসের শেষ দিক থেকে খাদ্য ও ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষদের লক্ষ্য করে ইসরাইলি সেনারা হামলা চালিয়ে আসছে। কেবল ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২ হাজার ১২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১৫ হাজার ৬০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।