বল্টিমোরে সেনা পাঠানোর হুমকি ট্রাম্পের
ম্যারিল্যান্ডের বৃহত্তম শহর বল্টিমোরে অপরাধ বেড়েছে দাবি করে সেনা পাঠানোর হুমকি!
বিশ্ব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় উঠে এসেছেন ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বৃহত্তম শহর বল্টিমোরে সেনা পাঠানোর হুমকি দিয়ে। বিষয়টি সামনে আসে গভর্নর ওয়েস মুরের সঙ্গে এক রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে।
এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, রবিবার নিজস্ব সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গভর্নর ওয়েস মুর ন্যক্কারজনক ও উসকানিমূলক ভাষায় তাকে বল্টিমোরের সড়কে একসঙ্গে হাঁটার প্রস্তাব দিয়েছেন।
ট্রাম্প প্রশ্ন তোলেন, মুর কি এই বক্তব্যের মাধ্যমে বল্টিমোরকে ‘নিয়ন্ত্রণের বাইরে থাকা’ ও ‘অপরাধে জর্জরিত’ শহর হিসেবে ইঙ্গিত করেছেন?
ট্রাম্প আরও দাবি করেন, অপরাধ দমনে ওয়েস মুরের রেকর্ড খুবই খারাপ। তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলো অপরাধের পরিসংখ্যান নিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম যেমন লস অ্যাঞ্জেলেসে সহায়তা চেয়েছিলেন, ঠিক তেমন প্রয়োজন হলে তিনি বল্টিমোরেও সেনা পাঠাতে প্রস্তুত। ট্রাম্পের ভাষায়, “যেমনভাবে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করে দ্রুত অপরাধ দমন করা হচ্ছে, বল্টিমোরেও তেমন পদক্ষেপ নেওয়া হতে পারে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রেসিডেন্টকে একটি চিঠি লিখেছিলেন গভর্নর ওয়েস মুর। সেই চিঠিতে তিনি আসন্ন মাসে বল্টিমোরে জননিরাপত্তা হাঁটায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান ট্রাম্পকে। একই সঙ্গে মুর ট্রাম্প প্রশাসনের সময়ে ফেডারেল তহবিল কর্তনের কারণে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও তুলে ধরেন।
ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে আবারও আইনশৃঙ্খলা ও অপরাধ দমনের কৌশল নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার নিয়েছে।