করাচিতে ‘র’ নেটওয়ার্ক ভেঙে দিল সিটিডি, গ্রেপ্তার ৬
বিশ্ব ডেস্ক: পাকিস্তানের করাচিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর সাথে জড়িত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক উন্মোচন করেছে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। অভিযানে ছয় জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সিটিডির অতিরিক্ত মহাপরিদর্শক আজাদ খান এক সংবাদ সম্মেলনে জানান, ১৮ মে বাদিনের মাতলিতে স্থানীয় নাপিত আবদুর রহমান হত্যাকাণ্ড তদন্তের সূত্র ধরে এই নেটওয়ার্কের সন্ধান মেলে। তদন্তে প্রকাশ পেয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার হ্যান্ডলার সঞ্জয় সঞ্জীব কুমার উপসাগরীয় একটি দেশ থেকে অর্থ পাঠিয়ে এসব কার্যক্রম পরিচালনা করছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— আমির আসগর, সাজাদ, ওবায়েদ, শাকিল, আরসলান ও তালহা উমাইর। তারা হামলার আগে টানা পাঁচ দিন গোয়েন্দা নজরদারি চালায়। তাদের কাছ থেকে অস্ত্র, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আজাদ খান জানান, ‘র’ শুধু সরাসরি নয়, বরং একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। জিজ্ঞাসাবাদে সন্দেহভাজনরা ভারতীয় এজেন্ট হিসেবে কাজের কথা স্বীকার করেছে।
এছাড়া তাদের ভ্রমণ ইতিহাস, ব্যাংক লেনদেনসহ বিভিন্ন প্রমাণাদি যাচাই করা হচ্ছে। সিটিডির ধারণা, এ ঘটনায় আরও গ্রেপ্তার হতে পারে।
পাকিস্তান বলছে, এই ঘটনার মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের সন্ত্রাসবাদে মদদ প্রদানের প্রমাণ উপস্থাপন করবে।
পাকিস্তানের CTD জানিয়েছে, ২৩ আগস্ট ২০২৫ তারিখে করাচিতে “R” (RAW)-এর সাথে সূত্রযুক্ত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে ফেলা হয় এবং অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে এসেছে, ঘাতক হ্যান্ডলার “সঞ্জয় সঞ্জীব কুমার (সঞ্জয় বা ফৌজি)” উপসাগরীয় কোনো দেশ থেকে কাজ করতেছেন ও অর্থ প্রেরণ করছিলেন, অভিযানে অস্ত্র, মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয় ।
পাকিস্তান ঘটনার বিষয়ে আন্তর্জাতিক ফোরামে প্রমাণ উপস্থাপন করবে বলেছে, তবে ভারত থেকে এখনও কোনো অফিসিয়াল বিবৃতি বা প্রতিক্রিয়া প্রকাশিত হয়নি; আমরা এখনও তা খুঁজে পাইনি।
তবে সাম্প্রতিক কিছু কূটনৈতিক উত্তাপের প্রেক্ষাপটে, গত মাসে (১৪ আগস্ট ২০২৫) ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় পাকিস্তানের “যদি আন্তর্জাতিক মঞ্চে বা গণমাধ্যমে ভারতবিরোধী উত্তেজনাপূর্ণ বক্তৃতা অব্যাহত রাখে, তবে ‘বেদনার ফল’ দেখতে হতে পারে” বলে সতর্কবার্তা দিয়েছে । যদিও এই বক্তব্য সরাসরি RAW-নেটওয়ার্ক অপরাধের প্রসঙ্গে নয়, তবুও দুই দেশের দ্বন্দ্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক হতে পারে।
বর্তমানে পাকিস্তানে RAW-নেটওয়ার্ক ভাঙচুর ও গ্রেপ্তার সংক্রান্ত কোনো প্রকাশিত ভারতীয় প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে এ নিয়ে গণমাধ্যমে বা সরকারিভাবে কিছু বলা হয়নি।