কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বাসে ধ’র্ষণচেষ্টার ঘটনায় দুইজনকে কারাদণ্ড
টুইট ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে চলন্ত সেন্ট মার্টিন পরিবহন বাসে ধর্ষণচেষ্টা করার অভিযোগে বাসের চালক হোসেন আলী (২৫) ও সহকারী আলী হোসেন (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত তাদের অজামিনযোগ্য দুই বছরের কারাদণ্ড দেয়।
ঘটনার সময় ছাত্রী ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠেন। বাসটি ইউটার্ন নেওয়ার কথা থাকলেও চৌদ্দগ্রামের দিকে যায়। বাসে একা পেয়ে অভিযুক্তরা ছাত্রীকে হুমকি দিয়ে অর্থ ও গহনা নেওয়ার চেষ্টা করেন, হাত-পা বাঁধার চেষ্টা করেন। স্থানীয় এক ব্যক্তি ঘটনা টের পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দেন। শিক্ষার্থীরা এসে ছাত্রীকে উদ্ধার করেন এবং অভিযুক্তদের মধ্যে দুজনকে আটক করেন।
ঘটনার পর শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আলোচনায় বসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের সাজা দেন। বাকি তিনজন অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম এবং সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম ঘটনাস্থলে উপস্থিত থেকে মামলা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিশ্চিত করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হায়দার আলী বলেন, ভুক্তভোগী ছাত্রীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল আইনি সহায়তা দেওয়া হবে।