সাদাপাথর পর্যটন স্পট ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারিতে আনা হবে
টুইট ডেস্ক: সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং কোনো পাথর উত্তোলন হলে তা প্রতিরোধে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি শুক্রবার সকালে সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনা পর্যবেক্ষণ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন নবী, সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম, পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
সিনিয়র সচিব উল্লেখ করেন, সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসনের কোনো কর্মকর্তা বা রাজনৈতিক দলের কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার পর হয়তো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আসবে না, তবে কিছুটা হলেও আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলবে। নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এর আগে কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাট ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।